Apan Desh | আপন দেশ

নিখোঁজ শিক্ষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ১২ আগস্ট ২০২৪

নিখোঁজ শিক্ষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ফাইল ছবি

নিখোঁজের ২৪ দিন পর পিরোজপুরের নাজিরপুরের রফিকুল ইসলাম (৫২) নামের এক শিক্ষকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের মৃত জব্বার শিকদারের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার শিক্ষক ছিলেন।

নিহতের স্ত্রী নাফিয়া ইসলাম জানান, শনিবার (১০ আগস্ট) বিকেলে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার কবরস্থানে তার মরদেহ পাওয়া যায়। একই দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গুলিবিদ্ধ ছবি থেকে তাকে শনাক্ত করা হয়। ঢাকার গোপীবাগে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে রাফিকুল ইসলামের।

১৯ জুলাই রাত সোয়া ৯টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এর পর তাকে আর পাওয়া যায়নি।

নাফিয়া বলেন, কোটা সংস্কার আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষে মিছিলে অংশ নিয়েছিলেন। পরিবারের ধারণা ছিল, পুলিশ তাকে আটক করে কারাগারে রেখেছে। এ কারণে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের কাছে খোঁজ নেয়া হয়েছিল।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এটিকে হত্যা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে দেশের হাজার হাজার শিক্ষক ও ভিন্ন মতাদর্শের নেতা-কর্মীদের হত্যা করে লাশ গুম করেছে। তাদের এমন হত্যার বিচার করতে হবে। 

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়