ফাইল ছবি
আজ সোমবার শিক্ষার্থীদের দেয়া ২৪ ঘন্টা আল্টিমেটামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান পদত্যাগ করেছেন। একই সঙ্গে ট্রেজারার ড. কে এম সালাহ উদ্দিন ও প্রক্টর ড. কামাল হোসেন পদত্যাগ করেছেন।
রোববার (১২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দেন প্রোভিসি ও টেজারার। বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ড. কামাল হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনিক বিভিন্ন পদেও রদবদল করা হয়েছে। নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গনিত বিভাগের শিক্ষক একরামুল ইসলামকে।
পাবিপ্রবির রেজিষ্ট্রার বিজন কুমার ভ্রম্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রোববার প্রোভিসি ও ট্রেজারার স্যাররা ব্যাক্তিগত কারনে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
প্রসঙ্গত, সোমবার (১২ আগস্ট) দুপুরে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে পাবিপ্রবিতে ছাত্র রাজনীতিসহ সকল প্রকার রাজনীতি বন্ধের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের বদলিসহ উপাচার্যের নিকট ১৩ দফা দাবিও পেশ করেন।
আপন দেশ/কেএইচ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।