Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ১৩ আগস্ট ২০২৪

আপডেট: ১৫:২৪, ১৩ আগস্ট ২০২৪

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

ছবি: আপন দেশ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। বিষয়টি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

সোমবার (১৩ আগস্ট) কূপে গ্যাসের অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন হাওলাদার ওহিদুল ইসলাম। তিনি বাপেক্সের ভূ-পদার্থিক বিভাগের জেনারেল ম্যানেজার।

হাওলাদার ওহিদুল বলেন, বেগমগঞ্জ-৪ (পশ্চিম) কূপের তিনটি স্তরে জ্বালানি গ্যাসের সন্ধান পাওয়া যায়। এ কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

বাপেক্স জানায়, ২০২৪ সালের ২৯ এপ্রিল শুরু হওয়া খননকাজ শেষ হয়ে ডিএসটি টেস্ট শেষে এখন চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট। প্রাথমিকভাবে কূপটির তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে। উৎপাদন টেস্ট শেষে এখানে মজুদকৃত মোট গ্যাসের পরিমাণ জানা যাবে।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়