Apan Desh | আপন দেশ

পাবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ১৩ আগস্ট ২০২৪

পাবিপ্রবিতে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ছবি: আপন দেশ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন অনুমোদিত ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১১(১২) অনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করা হলো। 

প্রসঙ্গত, সোমবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘন্টার মধ্যে ক্যাম্পাসকে রাজনীতি নিষিদ্ধ করার আল্টিমেটাম দেন পাবিপ্রবি শিক্ষার্থীরা। একইসঙ্গে ১৩ দফা দাবিসহ প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগ, প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাদের বদলির আল্টিমেটামও দেন। আল্টিমেটামের পরই প্রো-ভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন এবং প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টাসহ কয়েকটি দফতরে পরিবর্তন আনেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়