ফাইল ছবি
পাবনায় পদ্মার পানিতে ডুবে কাওছার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পাবনা সদর উপজেলার চর সদিরাজপুর গ্রামের পদ্মা নদীর খালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আ. হাই মেম্বার।
নিহত শিশু উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের দাউদ শেখের ছেলে কাওছার (৫)।
পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ইউনিয়নের চর সদিরাজপুর বনপাড়া গ্রামের ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল কাওছার। ফুফুর বাড়ি যাওয়ার পথে পদ্মার পাশের একটি খালে পড়ে যায় কাওছার। এতে কাওছারের মৃত্যু হয়। পরে খালে তার মরদেহ ভেসে উঠে। এরপরেও কাওছারের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
এব্যাপারে নিহত শিশুর প্রতিবেশী সালাম শেখ জানান, খালে পরে মরে ভেসে উঠেছিলো। তবুও নিহতের পরিবার এভাবে তাদের বাচ্চার মৃত্যু মেনে নিতে পারছিলেন না সে জন্য কাওছারকে হাসপাতালে নেয়া হয়। বাবা-মা ছেলেকে মাদ্রাসায় পড়াবেন বলে অন্য স্কুলে ভর্তি করানোর কথা ছিল। তবে সেটা আর হলো না। শিশু কাউছারের শোকে পরিবার প্রায় পাগল হয়ে পড়েছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।