Apan Desh | আপন দেশ

ঈশ্বরদীতে সাবেক এমপি শরীফসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ১৬ আগস্ট ২০২৪

আপডেট: ১৫:৪৫, ১৬ আগস্ট ২০২৪

ঈশ্বরদীতে সাবেক এমপি শরীফসহ ৭১ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর গুলি-বোমা বর্ষণের অভিযোগে পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ ও পৌর মেয়র ইছাহক মালিথাসহ ৭১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে ইশ্বরদী থানায় এ মামল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম।

ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে নজরুল ইসলাম নামের একজন বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককেই আসামি করে লিখিত অভিযোগ দেন। চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচিতে হামলা চালানোর অভিযোগ এনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে স্থানীয় সাবেক সাংসদ গালিবুর রহমান শরীফকে। এছাড়া তার ভাই শিরহান শরীফ তমাল ও পৌর মেয়র ইছহাক মালিথাসহ অনেককেই আসামি করা হয়েছে। আসামিরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন দায়িত্বে।  

অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি  (তদন্ত) মনিরুল ইসলাম।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এক দফা দাবি আদায়ের কর্মসূচি চলছিল। কর্মসূচিতে যোগদানকালে দাশুড়িয়া, সলিমপুর সাহাপুর, পাকশীসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

ঈশ্বরদী পৌর কাচারীপাড়াসহ কয়েকটি জায়গায় সাধারণ শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে কেউ নিহত নাহলেও চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়