Apan Desh | আপন দেশ

 মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে’

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ আগস্ট ২০২৪

‘ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে’

ছবি: সংগৃহীত

যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে। একথা বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। 

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। 

ফারুক ই আজম বলেন, ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়েছেন। এবার সঠিকভাবেই তালিকা করা হবে। যারা মিথ্যা তথ্য দিয়েছেন, তারা অপরাধ করেছেন। তাই তাদের আইনের আওতায় আনা হবে। 

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, প্রতারণার আশ্রয় নিয়ে তারা এতদিন রাষ্ট্রের ভাতাও ভোগ করেছে। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।

ফারুক ই আজম আরো বলেন, আমরা দেশে কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেয়েছে, মুক্তিযোদ্ধাদের অবস্থা কি সব বিষয় যাচাই-বাছাই করে জনসাধারণের নিকট উন্মুক্ত করে দেব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়