Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪১, ২১ আগস্ট ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

ছবি: আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের মদনপুর অংশ পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় সাড়ে ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

বুধবার (২১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। বেলা ১১.৩০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পর্যন্ত যানজট রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তীব্র যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

রাত থেকে মুষলধারে বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে। বৃষ্টিতে ভিজেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক যাত্রীকে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

একজন চাকরিজীবী বলেন, কাঁচপুরে যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড়ে এসেছিলাম। মহাসড়কে এসে দেখি তীব্র যানজট। তাই পায়ে হেঁটেই অফিসে যাচ্ছি।

আরেক বাসচালক বলেন, প্রায় এক ঘণ্টা যাবৎ শিমরাইল মোড়ে অবস্থান করছি। বাস একটুও সামনে এগুচ্ছে না। কখন নাগাদ এ যানজট কমবে কী জানি।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন জানিয়েছেন, আজ ভোরে সোনারগাঁওয়ের লাঙলবন্ধ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে। আর যানজট থাকবে না।

আপন দেশ/এইউ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়