Apan Desh | আপন দেশ

বন্যায় প্লাবিত আখাউড়া ইমিগ্রেশন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৯, ২১ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৪৫, ২১ আগস্ট ২০২৪

বন্যায় প্লাবিত আখাউড়া ইমিগ্রেশন

ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া অস্থায়ী সেতু ভেঙে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আখাউড়া-আগরতলা সড়ক। বন্ধ রয়েছে ইমিগ্রেশন কার্যক্রম।

মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্য ও আখাউড়া স্থলবন্দরের পাশ দিয়ে প্রবাহিত খাল দিয়ে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এতে তলিয়ে গেছে বন্দর এলাকা। বন্ধ রয়েছে ইমিগ্রেশন কার্যক্রম। তবে পানিবন্দি মানুষদের সরকার প্রাইমারী স্কুলে আশ্রয়ের ব্যবস্থা করেছে প্রশাসন।

এছাড়া উপজেলার দক্ষিণ, মোগড়া ও মনিয়ন্দ ইউনিয়নের বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর, কুসুমবাড়ি, টানোয়াপাড়াসহ অন্তত ৩০ গ্রামে পানি ঢুকেছে। দক্ষিণ ইউনিয়নের গাজীরবাজার এলাকায় জাজি গাংয়ের উপর অস্থায়ী সেতু ভেঙে গেছে। হাওড়া নদীর বাধের কিছু অংশ ভেঙে পানি আসছে উজান থেকে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়