Apan Desh | আপন দেশ

সাঁথিয়ায় ইউনিয়ন ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ২১ আগস্ট ২০২৪

সাঁথিয়ায় ইউনিয়ন ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

ছবি: আপন দেশ

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন ভূমি অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।

ইউনিয়ন কর্মকর্তারা জানান, রাতে দোতলার গ্রিল কেটে অফিসের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভূমি অফিসের একটি কম্পিউটার পিসি ও মনিটার নিয়ে যায় দুর্বৃত্তরা। অফিসে থাকা সিসি ক্যামেরাগুলো ভেঙ্গে ডিভিআর নিয়ে যায়। এবং ভূমি অফিসের নথিপত্র রাখার কক্ষ রেকর্ড রুমের তালা ভেঙ্গে সেখানকার প্রতিটি আলমারি ভেঙ্গে মূল্যবান নথিপত্রগুলো তছনছ করে।

অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) রেজাউল করিম লাভলু জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে অফিসের প্রধান গেটের তালা খুলে ভেতরে ঢুকি। ঢুকেই দেখতে পায় অফিস কক্ষগুলোর তালা ভাঙ্গা এবং প্রতিটি কক্ষে নথিপত্রগুলো এলোমেলো ভাবে পড়ে আছে। এ বিষয়টি দেখে তাৎক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হককে অবগত করি। পরে এ খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিক এসে ভূমি অফিস পরিদর্শন করেন।

করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী বলেন, আমি ঘুম থেকে উঠে শুনতে পাই ভূমি অফিসে চুরি হয়েছে। তাৎক্ষণিক আমি ভূমি অফিসের নায়েবের সাথে কথা বলে চুরির বিষয়টি নিশ্চিত হই। এ ধরনের চুরি ঠেকাতে প্রত্যেকটা ভূমি অফিসে সরকারিভাবে নৈশ প্রহরী নিয়োগ দেয়া উচিত বলে আমি মনে করি।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, আমি ভূমি অফিসের প্রতিটা কক্ষ পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে কোন কিছু বলতে পারছি না তবে পরবর্তীতে অফিসের নথিপত্র গুলো যাচাই-বাছাই করে বলা যাবে কি কি খোয়া গেছে। সে মোতাবেক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন চুরির ঘটনা নিশ্চিত বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়