Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্লাবিত, যান চলাচল ব্যাহত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩১, ২২ আগস্ট ২০২৪

আপডেট: ১৩:২২, ২২ আগস্ট ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্লাবিত, যান চলাচল ব্যাহত

ছবি : সংগৃহীত

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কুমিল্লা চৌদ্দগ্রাম সদর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) ভোর থেকে সড়কের ওপর দিয়ে ব্যাপক পরিমাণে পানি প্রবাহিত হতে দেখা যায়। 

কুমিল্লা মিয়া বাজার হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

অন্যদিকে চৌদ্দগ্রাম মিয়ার বাজার এলাকায় কাঁকরি নদীর কোথাও কোথাও পাড় উপচে পানি পড়ছে। এদিকে ডাকাতিয়া নদীর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নাঙ্গলকোট উপজেলা প্লাবিত হয়েছে।

এছাড়া গোমতী নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ বিষয়টি জানিয়েছেন।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়