Apan Desh | আপন দেশ

কুষ্টিয়ায় ২ গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৪ আগস্ট ২০২৪

আপডেট: ১৭:৩২, ২৪ আগস্ট ২০২৪

কুষ্টিয়ায় ২ গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার এবং মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে মামুনুর রহমান মামুন (৪০) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে আরো ৮ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের আশাননগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মামুন রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ওহাব গ্রুপের সঙ্গে হাবিল গ্রুপের বিরোধ চলে আসছিল। সম্প্রতি এলাকার একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। 

এরই জেরে শনিবার সকালে ওহাব গ্রুপের লোকজন হাবিল মেম্বারের লোকজনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে প্রতিপক্ষরা ইউপি সদস্য মামুন এবং তার বাবা হাবিল মেম্বারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। হাবিল মেম্বারের অবস্থাও আশঙ্কাজনক।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়