Apan Desh | আপন দেশ

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ২৮ আগস্ট ২০২৪

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সকালে গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোদাগাড়ী পৌরসভার বুজরুকপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. মিলন (৪০) এবং একই গ্রামের নাজেমুল হকের ছেলে মনিরুল ইসলাম (৪০)। নিহত মনিরুল রিকশাচালক ও রিকশার যাত্রী মিলন পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।

পুলিশ জানায়, রিকশাটি মহিশালবাড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আর আর ট্রাভেলসের একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। এছাড়া রিকশাচালক মনিরুলকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় গোদাগাড়ী হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়