Apan Desh | আপন দেশ

মুক্তিযোদ্ধা ছিল ৪ জন এখন একগ্রামে ১৮, ভুয়াদের বাতিলের দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৭, ৩০ আগস্ট ২০২৪

আপডেট: ১৪:৩৩, ৩০ আগস্ট ২০২৪

মুক্তিযোদ্ধা ছিল ৪ জন এখন একগ্রামে ১৮, ভুয়াদের বাতিলের দাবি

ছবি: আপন দেশ

টাঙ্গাইল সদরের গলা গ্রামে মুক্তিযোদ্ধা ছিল ৩/৪জন এখন ১৮জন। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। 

শুক্রবার (৩০ আগস্ট) সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ

এসময় বক্তারা বলেন, ইতোপূর্বে গালা গ্রামে ৩ থেকে ৪ জন মুক্তিযোদ্ধা ছিল। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন বক্তারা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়