Apan Desh | আপন দেশ

রাস্তা নেই বিদ্যালয়ের, ভোগান্তিতে শিক্ষার্থীরা

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১২:০৭, ২ সেপ্টেম্বর ২০২৪

রাস্তা নেই বিদ্যালয়ের, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ছবি সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের শিমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০মিটারেরও কম রাস্তা না থাকায় ক্ষেতের আইল পাড়িয়ে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীর।

বিদ্যালয়টি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হলেও মূল সড়ক থেকে বিদ্যালয় পর্যন্ত ১০০মিটারেরও কম রাস্তা না থাকায় ভোগান্তিতে পরেছে শিক্ষার্থীরা। বোরো মৌসুমে ক্ষেতের আইলে সেচের ড্রেন ও বর্ষা মৌসুমে পানি উঠাসহ নানা বিরম্বনায় পরে তারা । দ্রুত সড়ক নির্মাণের দাবি জানায় শিক্ষার্থীর।

এলাকারবাসীন্দা আব্দুস ছামাদ জানান, সামান্য একটু সড়ক না থাকায় বাচ্চাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়, এখানে দ্রুত সড়ক নির্মাণ করলে শিক্ষার্থীরাসহ স্থানীয়রাও ভোগান্তি থেকে মুক্তি পাবে। প্রশাসন উদ্যোগ নিয়ে দ্রুত রাস্তা বানিয়ে দিবে এটাই আমাদের দাবি।

বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আকছের আলী ভোগান্তির কথা স্বীকার বলেন, আগেও অনেকবার এই রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছি‌। মূলত জমির মালিকদের বাধা সৃষ্টি কারণেই রাস্তা বানানো যায়নি। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, মূল  সড়ক পর্যন্ত যেতে ছাত্রদের অনেক সমস্যায় হয়। আমার বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক, দ্রুততম সময়ে রাস্তাটি বানানো হলে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে । বিদ্যালয়ের আরেকটা ভবন ও ওয়াশব্লক নির্মাণ জরুরি। জমিগুলো আমাদের আত্মীয়ের। তাদের সাথে আলোচনা করবো।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান বলেন, এটুকু রাস্তা না থাকায় ঐ বিদ্যালয়ে যেতে আমাদেরও সমস্যা হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে, ইউএনও মহোদয় যেহেতু প্রশাসনিক প্রধান তাকে বিষয়টি অবগত করবো।

আপন দেশ/মাসুম/বিভাস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়