Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে ট্রেনে ডাকাতদের লুটপাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:২১, ২ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে ট্রেনে ডাকাতদের লুটপাত

ফাইল ছবি

ময়মনসিংহে একটি বগি নিয়ন্ত্রণে নিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সাধারণ যাত্রীদের জিম্মি করে মোবাইল, জিনিসপত্রসহ নগদ অর্থ লুট করে।

রবিবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল জারিয়া ট্রেনটির পেছন বগীতে উঠে পড়ে। ডাকাতদল লুটপাত করে দ্রুত সময়ের মধ্যে চলন্ত ট্রেন থেকে নেমে যায়। মূলত ট্রেনটি শম্ভুগঞ্জ রেলস্টেশন পার হয়ে রেলব্রিজে উঠলে এর গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়। আর এ সুযোগটাই ডাকাতরা কাজে লাগিয়েছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ঝাঞ্জাইল স্টেশন থেকে ময়মনসিংহ পর্যন্ত লোকাল এই ট্রেনটি (জারিয়া ট্রেন নামে পরিচিত) নিয়মিত চলাচল করে। 

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মুখে গামছা বেঁধে এবং চাকু-ছুরি নিয়ে একটি ডাকাতদল জারিয়া ট্রেনটিতে আক্রমণ করেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ভয় দেখিয়ে যাত্রীদের মালামাল নিয়ে গেছে। যাত্রীদের এই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশ খুব দ্রুত আইনুনানুগ ব্যবস্থা নিচ্ছে।’

 

আপন দেশ/অর্পিতা 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়