Apan Desh | আপন দেশ

গুম হওয়া পিয়াসের সন্ধান চায় পরিবার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ২ সেপ্টেম্বর ২০২৪

গুম হওয়া পিয়াসের সন্ধান চায় পরিবার

ছবি: আপন দেশ

৮ বছর আগে গুম হওয়া পিয়াস (২৯)’কে ফিরিয়ে দেবার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। 

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা প্রেস ক্লাবে এ সংবাদ অনুষ্ঠিত হয়। 

২০১৬ সালের ৪ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে পিয়াসকে পাবনার লাইব্রেরি বাজার এলাকার দোকান থেকে সাদা মাইক্রোবাসে করে সিভিল পোশাকধারী তিনজন লোক এসে তুলে নিয়ে যায়। এরপর আর তার সন্ধান পাননি পরিবার। 

পিয়াসের বড় ভাই আব্দুল হামিদ বলেন, ৮ বছর আগে আমার দোকান থেকে আমার ছোট ভাই আব্দুল গাফফার পিয়াসকে সাদা পোশাকধারীরা কারা মাইক্রো বাসে করে তুলে নিয়ে যায়। তারপরে অনেক চেষ্টা করেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা থানায় নিখোঁজ ডায়রি করতে গেলে সে সময়ের পাবনা সদর থানার ওসি আ. রাজ্জাক ডায়রি নেননি। সে কোনো অপরাধের সাথে জড়িত ছিল কিনা সে বিষয়েও কেউ কিচ্ছু জানায়নি। সে অবৈধ কোনো সংগঠন বা অপরাধের সাথে জড়িত কিনা তা আমরাও জানি না। তার বিরুদ্ধে কোন মামলা আছে কি না সে বিষয়ে কেউ কিচ্ছু জানায়নি। অথচ এভাবে দীর্ঘ আট বছর তাকে গুম করে রাখা হয়েছে।

পিয়াসের বড় ভাইসি আরো বলেন, যদি সে অপরাধের সাথে জড়িত থাকে তাহলে তার যে শাস্তি হয় আমরা মেনে নিবো। তবুও সে বেঁচে আছে কিনা বা গুম সংক্রান্ত বিষয়টি খোলাসা হোক। এসময় গুম হওয়া আব্দুল গাফফার পিয়াসকে ফিরিয়ে দেবার আকুতি জানান তার পরিবার। 

এ ছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে গুম হওয়া পিয়াসের মা সালেহা খাতুন, ভাই আ. হালিম, ভাবী সুরাইয়া খাতুন, বড় বোন সম্পা খাতুন, ছোট বোন সুমাইয়া মিম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়