Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে আ.লীগের ২৩০ নেতাকর্মীদের নামে মামলা 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৩, ২ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে আ.লীগের ২৩০ নেতাকর্মীদের নামে মামলা 

ফাইল ছবি

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার অভিযোগে এ মামলা দায়ের করে গুলিবিদ্ধ যুবক লাল মিয়া। 

রোববার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন।

মামলার বাদী লাল মিয়া (৩০) কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের আবু তালেবের ছেলে।

ফজলুর রহমান খান ফারুক (৮৪) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য।

ওসি লোকমান হোসেন বলেন, মামলায় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ২৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণী অনুযায়ী, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা শহরে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বটতলা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে একজন হচ্ছেন লাল মিয়া। তিনিই বাদি হয়ে এ মামলাটি দায়ের করেছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়