ফাইল ছবি
ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া গ্রামে নববধূ নাজমা আক্তারকে (১৯)’কে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাজমার মা ফরিদা বেগম ও বোন ময়না বেগম এ অভিযোগ করেন।
নিহত নাজমা পিরোজপুরের কাউখালির বৌলাকান্দা এলাকার আবুল বাসারের মেয়ে। অভিযুক্ত স্বামী মুদিদোকানি জাহিদ হোসেন উপজেলার কানুনিয়া গ্রামের আবু বকররের ছেলে।
নাজমার মা ফরিদা বেগম ও বোন ময়না বেগম জানান, চলতি বছরের ৮ মার্চ পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয় নাজমাকে। তবে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নাজমাকে মারধর ও শারীরিক মানসিক নির্যাতন করতো তার স্বামী-শাশুড়ি। গত বৃহস্পতিবার বিকেলে নাজমার স্বামী-শাশুড়ি মারধরের পরে এক পর্যায়ে তাকে জোরপূর্বক বিষ খাওয়ায়। পরে নাজমা তার বোনকে জানালে তাকে হাসপাতালে নেয়।
নাজমার স্বামী জাহিদ মোবাইল জুয়ায় আসক্ত ও নেশাগ্রস্ত বলেও অভিযোগ করে নিহতের পরিবার। এ ঘটনার বিচার দাবি জানান তারা।
রাজাপুর থানার এসআই বিপুল জানান, অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ দেখা গেছে। ছেলে ও ছেলের মা পলাতক রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।