Apan Desh | আপন দেশ

ইবিতে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে মারধর

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ৩ সেপ্টেম্বর ২০২৪

ইবিতে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে মারধর

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকি ইসলামকে মারধরের ঘটনা ঘটেছে। 

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী জানান, জাকিকে ছাত্রলীগ কর্মী সন্দেহে মারধর করা হয়েছে। ভুক্তভোগী জাকি ছাত্রলীগের কর্মী ছিল না বলে নিজেই মন্তব্য করেন।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বঙ্গবন্ধু হলের সামনে থেকে জাকিকে ধাওয়া করে আক্রমণকারীরা। ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পান। এসময় সাদ্দাম হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সজীব ইসলাম ও পারভেজ হাসান চয়ন, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জাকারিয়া, মুজাহিদুল ইসলাম, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ফরহাদ রেজা ওসামাসহ কয়েকজন শিক্ষার্থী তাকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মারধরের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভির মাহমুদ মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, রাকিবুল ইসলামসহ সমন্বায়ক প্যানেলের সদস্যরা আহত জাকিকে উদ্ধার করে শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করান। পরে মোটরবাইকে করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভির মাহমুদ মন্ডল বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। তবে আমরা জাকিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।

আহত জাকি ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি ছাত্রলীগের কোনো পোস্টে ছিলাম না, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলাম।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়