Apan Desh | আপন দেশ

বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৪

বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন

আপন দেশ

নোয়াখালী সড়কের বয়ারচর সংযোগ ব্রীজঘাট ও বেড়িবাঁধ রক্ষার দাবীতে মানববন্ধন হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী। 

এ সময় বক্তরা বলেন, নদীর শ্রোতে বিভিন্ন পাড় ভাঙ্গন শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক বসত-ভিটা। এ মুহূর্তে বয়ারচরে সংযোগ ব্রীজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রীজটি দ্রুত সংস্কার না হলে রামগতি উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। 

স্থানীয়রা জানান, ব্রীজঘাটের পাশাপাশি বেড়িবাঁধ  অতি দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন। বেড়িবাঁধ ভাঙনের কারণে কৃষি জমিতে লবনাক্ত পানি ডুকে ফসলি জমি নষ্ট হচ্ছে। একই সাথে বাড়িঘর গুলো ভাঙন শুরু হয়েছে।  

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়