Apan Desh | আপন দেশ

ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

ছবি : আপন দেশ

কিশোরগঞ্জের ভৈরবে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নারীর বয়স আনুমানিক ২৫ এবং পুরুষের বয়স আনুমানিক ৩৫।

স্থানীয়রা জানান, সকাল সাড় আটটার দিকে ওই নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ২৯নং রেল ব্রিজ হেঁটে পার হতে থাকে। এই সময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে তারা ব্রিজের নিচে পড়ে মারাত্মক ভাবে আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক প্রথমে নারীকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা সেবা দেয়ার একঘণ্টা পর পুরুষও মারা যান।

ফায়ার সার্ভিস ইনচার্জ রাকিব উদ্দিন ভূঞা বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয়ের এক নারী ও পুরুষকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। এর ১ ঘণ্টা পর পুরুষটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে নিচে পড়ার কারণে এ ঘটনা ঘটে।

আপন দেশ/ এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়