Apan Desh | আপন দেশ

জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২১:২৫, ৮ সেপ্টেম্বর ২০২৪

জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান

ছবি : আপন দেশ

স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈতিক অধিকার এখ‌নো অর্জিত হয়‌নি। এজন্য আমাদের আন্দোলনও এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আন্দোলন চল‌বে। একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএন‌পি আয়োজিত বিশাল সমা‌বে‌শে ভার্চুয়া‌লি যুক্ত হ‌য়ে প্রধান অতি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব‌লেন, দে‌শের ভেত‌রে-বাইরে যারা কলকা‌ঠি নাড়‌ছে তারা চায় না দে‌শে গণতন্ত্র ফি‌রে আসুক। এক যু‌গেরও বে‌শি সময় ধ‌রে সমগ্র বাংলা‌দে‌শের মানুষ নির্যাতিত হ‌য়ে‌ছে। কলা‌রোয়া সাতক্ষীরার মানুষের প্রমাণ। দুই যুগ ধ‌রে আন্দোল‌নের মাধ্যেমে দেশ স্বৈরাচারমুক্ত হ‌য়ে‌ছে।

‌দে‌শের সম্ভাবনা‌কে কা‌জে লাগা‌তে জনগ‌ণের সরকার দরকার উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা কর‌তে গে‌লে রাস্তা এক‌টি। এজন্য আন্দোলন কর‌তে গি‌য়ে বিএন‌পির লক্ষ লক্ষ মানুষ খুন গুম মামলার শিকার হ‌য়ে‌ছে। স্বৈরাচার পা‌লি‌য়ে‌ছে। কিন্তু জনগ‌ণের রাজনৈ‌তিক অধিকার এখ‌নো অর্জিত হয়‌নি। এজন্য আমাদের আন্দোলন এখ‌নো শেষ হয়‌নি। যতক্ষণ পর্যন্ত জনগ‌ণের সরকার প্র‌তিষ্ঠা না হ‌বে ততক্ষণ পর্যন্ত বিএন‌পির আন্দোলন চল‌বে।

তা‌রেক রহমান ব‌লেন, আসুন আমরা দৃঢ় শপথ গ্রহণ ক‌রি। দে‌শের হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধা‌রে আমরা আ‌ন্দোলন চা‌লি‌য়ে যাব।

‌বিএন‌পির রাজনী‌তি হলো উন্নয়ন ও উৎপাদ‌নের রাজনীতি উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, বাংলা‌দে‌শের প্র‌ত্যেক অঞ্চ‌লে যেসব সম্ভাবনা আছে, তা সাম‌নে এনে দেশ‌কে এগিয়ে নেয়া হ‌বে।

এ সময় তি‌নি সাতক্ষীরার আম, টা‌লি, চিংড়ি মাছ ও সুন্দরব‌নের কথা উল্লেখ ক‌রে এসব পণ্য উৎপাদন ও সংরক্ষ‌ণের মাধ্য‌মে বেকার যুবক‌দের কর্মসংস্থান গ‌ড়ে তোলার উদ্দ্যেগ গ্রহ‌ণের কথা জানান।

সমা‌বে‌শে ‌বিএন‌পির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সা‌বেক এম‌পি ও সদ্য কারামুক্ত নেতা হাবিবুল ইসলাম হা‌বিবের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুল খা‌লেক, খুলনা বিভাগীয় সহ-সাংগঠ‌নিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ‌বিএন‌পি চেয়ারপার্স‌নের প্রেস উইং-এর কর্মকর্তা শামসু‌দ্দিন দিদার, জাতীয় নির্বাহী কমি‌টির সদস্য ডা. শ‌হিদুল আলম, সা‌বেক এম‌পি কাজী আলাউদ্দীন, অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক তা‌রিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়