Apan Desh | আপন দেশ

বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রের নাম পরিবর্তন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৪

বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রের নাম পরিবর্তন

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর পোর্ট রোডে অবস্থিত বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র। এর নাম পরিবর্তন করে শহীদ জিয়া মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র করা হয়েছে। 

বিএনপি নেতাকর্মীরা এই নাম পরিবর্তন করেছেন বলে জানা গেছে। দুদিন আগে পুরোনো সাইনবোর্ডের সামনে নতুন নামের একটি ব্যানার টাঙানো হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এই মৎস্য অবতরণ কেন্দ্রটি আগে চারদলীয় জোট সরকারের সময়ে জিয়াউর রহমানের নামে ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নামটি পরিবর্তন করে ‘বরিশাল জেলা মৎস্য পাইকারি অবতরণ কেন্দ্র’ রাখা হয়। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি নেতারা পুনরায় আগের নাম ফিরিয়ে আনেন এবং আড়তের দখলও নেন।

তবে এই নামকরণের বিষয়ে কিছু জানে না ইজারাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এমনকি নগর বিএনপির শীর্ষ নেতারাও এ ব্যাপারে কোনো ধরনের অবগত নয় বলে দাবি করেছেন।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়