ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহের আন্তঃনগর ট্রেন আটকে মানববন্ধন করছে এলাকাবাসী। চলাচলকারী আন্তঃনগর সব ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনে উপজেলার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শ্রীপুর রেলস্টেশনে মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন থামিয়ে দেয়। এতে দুর্ভোগে পড়ে ট্রেনের যাত্রীরা। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয়রা জানান, শ্রীপুর উপজেলা গাজীপুর একটি ঘনবসতিপূর্ণ উপজেলা। দেশের প্রায় ৬৪টি অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে এখানে বসবাস করে। এই এলাকাটি রাজধানীর নিকটবর্তী হওয়া সত্ত্বেও যানজট ও পরিবহন সংকট রয়েছে। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।
এর প্রেক্ষাপটে ঢাকা-ময়মনসিংহ রুটে আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রা বিরতির দাবি জানিয়ে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছিল এলাকাবাসী। আন্দোলনের কারণে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দিলেও বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ কারণে ফের মানববন্ধন করে ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্যান্য আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন তারা।
এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত থাকবে।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।