ছবি : আপন দেশ
পাবনার সদর আটঘরিয়া উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস রিলিজে বলা হয়, রোববার (৮ সেপ্টেম্বর) জেলার সদর থানাধীন রাজাপুর ক্যালিকো মেইন গেট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে আটঘরিয়া থানার একদন্ত বাড়ইপাড়া গ্রামের মর্ডান কেজি স্কুলের পেছন থেকে আরো একটি দেশীয় তৈরি চায়না রাইফেল উদ্ধার করা হয়। এ ছাড়া একই দিনে পাবনা সদর থানার পুষ্পপাড়া গ্রামের মো. বাদশা মিয়ার লিচু বাগান থেকে আরো একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে অস্ত্রধারী বা এর সাথে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।