Apan Desh | আপন দেশ

চাটমোহরে মন্দিরে মূর্তি ভাঙচুর 

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ১০ সেপ্টেম্বর ২০২৪

চাটমোহরে মন্দিরে মূর্তি ভাঙচুর 

ছবি : আপন দেশ

পাবনার চাটমোহরে রাতের আধাঁরে শিবমূর্তিসহ দুইটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার হান্ডিয়াল পশ্চিমপাড়া ভদ্রকালী মাতা মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সঞ্জয় ঠাকুরের স্ত্রী মূর্তি ভাঙ্গা দেখে কমিটিকে জানালে ঘটনাটি প্রকাশ পায়।

স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কমিটির সদস্যরা বলেন, সকালে সঞ্জয় ঠাকুরের স্ত্রী মন্দিরে শিবমূর্তি ভাঙার বিষয়ে আমাদের খবর দেয়। ঘটনাস্থলে এসে দেখি ঠাকুরের মাথা ভাঙা অবস্থায় পড়ে আছে।

মন্দির কমিটির সদস্যরা জানান, দুর্বৃত্তরা মন্দিরের গেট ভাঙতে না পেরে লোহার রড দিয়ে শিবমূর্তিসহ আরও দুইটি ঠাকুরের মাথা ও হাত ভেঙে দিয়েছে। এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। 

ভদ্রকালী মাতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী কুটিশ্বর চন্দ্রদেব বলেন, আমি সকালে খবর পেয়ে মন্দিরে এসে দেখি ঠাকুরের মাথা ভাঙা। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ও নেতৃত্ব স্থানীয় লোকজন এসে ঘটনাস্থল পরিদর্শন করে। 
শ্রী কুটিশ্বর চন্দ্রদেব আরো বলেন, আমাদের এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনা এর আগে কখনও ঘটেনি। তিনি এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রশাসনের কাছে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বলেন, সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়