Apan Desh | আপন দেশ

নাফ নদীতে যাত্রীবাহী ট্রলারে মিয়ানমারের গুলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ১০ সেপ্টেম্বর ২০২৪

নাফ নদীতে যাত্রীবাহী ট্রলারে মিয়ানমারের গুলি

ফাইল ছবি

সেন্টমার্টিন থেকে ফেরার পথে নাফ নদে একটি যাত্রীবাহী ট্রলারে মিয়ানমার থেকে গুলি চালানো হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদের বদরমোকাম মোহনায় এ ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ট্রলারটির মালিক আব্দুর রশিদ। পরে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে ভিড়ে যাত্রীদের নামিয়ে দেয়। তবে মিয়ানমার থেকে সেদেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নাকি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি চালিয়েছে তা জানা যায়নি। 

ট্রলারের থাকা যাত্রী নাছির উদ্দিন বলেন, চিকিৎসার জন্য মাকে সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ট্রলারে করে যাচ্ছিলাম। মাঝপথে শাহপরীর দ্বীপের ঘোলার চরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে মিয়ানমার থেকে গুলি চালানো হয়। অন্তত ৫০ রাউন্ড মতো গুলি ছোড়া হয়। এতে ট্রলারে একটি কাঠ ভেঙে পড়ে।

সেন্টমার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর  বলেন, সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে যাত্রীবাহী একটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ফের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে শঙ্কা তৈরি হয়েছে।    

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, সীমান্তে ট্রলারে গুলি বর্ষণের বিষয়টি খোঁজ নেয়া হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়