Apan Desh | আপন দেশ

সীমান্তে নিহত কিশোরের মরদেহ ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩, ১১ সেপ্টেম্বর ২০২৪

সীমান্তে নিহত কিশোরের মরদেহ ফেরত দিল বিএসএফ

ছবি -আপন দেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে গুলিতে নিহত কিশোর জয়ন্ত কুমার সিংহের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার এলাকায় পুলিশের কাছে মরদেহটি  হস্তান্তর করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির।

নিহত জয়ন্ত (১৫) উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।

সোমবার ভোররাতে উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার নিহত হয়। এ ঘটনায় ওই কিশোরের বাবাসহ আরও দুজন আহত হন।

ওসি ফিরোজ কবির বলেন, সোমবার বিকালে ধনতলা সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পাশাপাশি মরদেহ ফেরত চাওয়া হয়।

পরে বুধবার রাত দেড়টার দিকে বাংলাদেশের পক্ষে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বিএসএফের কাছ থেকে জয়ন্তের মরদেহ গ্রহণ করেন বলে জানান ওসি ফিরোজ।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়