Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৪, ১১ সেপ্টেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

ফাইল ছবি

কক্সবাজার উখিয়া  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে উখিয়া কুতুপালং ২০ নম্বর ক্যাম্প ও ৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ২০ নম্বর ক্যাম্পের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (৩৭) ও ৪ নম্বর ক্যাম্পের গণি মিয়ার ছেলে রহমতুল্লাহ (২৫)।

 বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

ওসি শামীম হোসেন জানান, ১০-২০ জন সন্ত্রাসী উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হামলা করে। এসময় সন্ত্রাসীরা হমত উল্লাহ নামে এক রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আবদুল্লাহ নামে আরও একজন গুলিবিদ্ধ হন।

অপরদিকে ২০ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীরা ঘর থেকে তুলে নিয়ে ইমাম হোসেন নামে একজনকে গুলি করে হত্যা করে। তবে কে বা কারা সেটি করছে তা জানা যায়নি। 

 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়