ছবি: সংগৃহীত
কক্সবাজার সরকারি হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা থেকে জরুরি বিভাগসহ পুরো হাসপাতাল বন্ধ ঘোষণা করে দেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা।
মূলত সিসিইউতে চিকিৎসাধীন রোগীর মৃত্যুর কারণে সজীব কাজী নামে এক চিকিৎসককে মারধর করা হয়। তিনি হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোগীর মৃত্যুর পর স্বজনরা সিসিইউতে ঢুকে পড়ে। পরে ডা. সজীবকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে চতুর্থ তলা থেকে টেনে নিচে নামিয়ে মারধর করে। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্য চিকিৎসকরা এগিয়ে এসে তাকে বাঁচান।
রাত ১টার দিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনার যথাযথ তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে হাসপাতালের জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা।
কক্সবাজার হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা জানান, হাসপাতালে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই। কারণ ছাড়াই চিকিৎসকদের ওপর হামলা করা হয়। রাতে এক চিকিৎসককে নির্মমভাবে মারধর করা হয়। তাকে যেভাবে মারা হয়েছে সে মরেও যেতে পারত। তাই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব। সেনাবাহিনী এনে সব চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।