Apan Desh | আপন দেশ

শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ১২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৪

শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ

ছবি -আপন দেশ

মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোল প্লাজায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী সিংগাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু এলাকায় জড়ো হয় মানুষ। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে সাভারের তোতলঝোড়া এলাকায় টোল প্লাজায় যায়। এসময় বিক্ষুব্ধ জনতা টোল প্লাজা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে সেনা সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের ভয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যান। এ সময় কমপক্ষে আধ ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এ বিষয়ে বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘ দুই যুগ ধরে সেতুটিতে টোল আদায় করছে কর্তৃপক্ষ। সবজি চাষের জন্য বিখ্যাত সিংগাইর। মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ পণ্যবোঝাই ট্রাক এ সড়ক দিয়ে যাতায়াত করে। নিয়মিত টোল দিতে গিয়ে হয়রানি হতে হয় ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীদের।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়