ছবি : আপন দেশ
ছাত্র-জনতা সন্ত্রাস-চাঁদাবাজিসহ সব অন্যায়কে প্রতিহত করতে সব সময় সোচ্চার থাকবে। একথা জানিয়েছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, টাঙ্গাইলে ভূমি অফিসে ঘুস ছাড়া কোনো কাজ হয় না বলে জানতে পেরেছি। এখানে আর এসব আর হবে না বলেও জানান তিনি।
সারজিস বলেন, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ পতিত সরকারের ফ্যাসিস্ট হাসিনার নামে নামকরণ করা হয়েছে। তা অবিলম্বে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ নামকরণ প্রতিস্থাপন করা হোক।
সারজিস আরো বলেন, কোনো চাঁদাবাজ বা কোনো সিন্ডিকেট ছাত্র আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না। তাই ওই সব চাঁদাবাজ ও সিন্ডিকেটধারীর বিরুদ্ধে ছাত্রদেরকেই কথা বলতে হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।