ছবি : আপন দেশ
শেখ হাসিনার মতো নিষ্ঠুর হাজার বছরেও জন্ম হয়নি। এ মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মুফতি মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মত নির্মম, বর্বর মানুষের জন্ম হয়নি। এ নির্মমতার শিকার হয়েছে আমাদের কোমলমতি ছাত্ররা। শিকার হয়েছে সাধারণ জনতা ও মাদরাসার ছাত্ররা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে দোয়া সভায় এসব কথা বলেন তিনি।
খেলাফত মজলিসের মহাসচিব বলেন, মানুষকে গুম করেছে হাসিনা। এখন তাদের স্বজনদের খুঁজতে হাসপাতালে ঘুরছে মানুষ।
মামুনুল হক বলেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। ১৯৭৫ সালে তার বাবাকে কেন হত্যা করা হয়েছিল সে কথা তিনি ভুলে গেছেন। একাত্তরে হাজার হাজার মানুষ মারা গেছে তাদের প্রতি মায়া নেই। মায়া শুধু শেখ পরিবারের জন্য। বঙ্গবন্ধুর রক্তের যেমন দাম ছিল, তেমনি সাধারণ মানুষের রক্তেরও দাম ছিল।
খেলাফত মজলিসের এ নেতা বলেন, শেখ হাসিনা এ দেশকে স্বাধীন রাখতে চায়নি। মানুষকে বিদ্যুৎ বন্ধ করে দিতে চেয়েছিলে। শেখ হাসিনা মনে মনে ভেবেছিল তোমরা বেশি বুঝলে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানিয়ে দিব।
মামুনুল হক বলেন, সীমান্তের ওপার থেকে আপা সংবাদ পাঠায় চট করে দেশে ঢুকে পড়বে। সময়মতো আপকে আমরাই ধরে নিয়ে আসবো।
আপন দেশ/ এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।