ছবি : আপন দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলায়ে গণহত্যার সমর্থনকারী হিসেবে শিক্ষক তন্ময় সাহা জয়ের নামে অপপ্রচার চালানো হয়। সেটার প্রতিবাদে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা মীর মোশাররফ ভবন থেকে প্রতিবাদ মিছিল যাত্রা শুরু করে মেইন গেট পর্যন্ত নিয়ে যায়।
প্রতিবাদ মিছিলে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা -জেগেছে রে জেগেছে, ইবিয়ানরা জেগেছে; জেগেছে রে জেগেছে, জার্নালিজম জেগেছে; অপপ্রচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; তন্ময় স্যারের লাঞ্ছনা, মানিনা মানবো না; তন্ময় স্যারের অপমান, মানি না মানবো না; আমার শিক্ষক অপমানিত কেন, প্রশাসন জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হিমেল বলেন, তন্ময় স্যারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এটা স্বার্থান্বেষী মহলের কাজ। আমরা সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলাম আন্দোলনে। স্যার ও আমাদের সমর্থনে বিভিন্নভাবে অনলাইনে অংশগ্রহণ করেছিলো। যারা এ ষড়যন্ত্রের পিছনে আছে তাদের মুখোশ উন্মোচনের দাবি জানাই।
শিক্ষার্থী ইলিয়াস হোসেন বলেন, আমি আন্দোলনে সরাসরি যুক্ত ছিলাম। সে সময় স্যার প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছে। স্যারের বিরুদ্ধে যারা এ কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ছাত্রসমাজ এসব অপবাদ মেনে নিবেনা।
শিক্ষার্থী কানিজ ফাতেমা অবনী বলেন, স্যার আন্দোলনের পক্ষে ছিলেন এরকম অসংখ্য প্রমাণ, স্যারের ফেসবুক পোস্ট আমাদের কাছে আছে। সবাইকে বলব যে শিক্ষকদের যোগ্য সম্মানটা দিতে শিখুন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।