Apan Desh | আপন দেশ

অন্যায়কারী পুলিশের বিচার করতে হবে: সারজিস

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

অন্যায়কারী পুলিশের বিচার করতে হবে: সারজিস

ফাইল ছবি

আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, অবশ্যই তাদের বিচার হতে হবে। এ কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

রোববার (১৫ সেপ্টেম্বর) মানিকগঞ্জে শহীদ ও আহত শিক্ষার্থী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, অবশ্যই তাদের বিচার হতে হবে। সরকারে কাছে নিজেকে তুলে ধরার জন্য অন্যায়ভাবে নিয়মনীতির বাইরে গিয়ে নির্দেশ পালন করেছেন। তারা অন্যায়কারী। সে যদি পুলিশও হয়, তা হলেও সমান দোষে দোষী।

সারজিস আলম আর বলেন, এসব কালপিটদের বিচার হতে হবে। বিচার চাইতে গিয়ে যদি কেউ আমাদের ভাইবোনদের কোনোকিছু বলার স্পর্দা দেখায় আমরা তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়