Apan Desh | আপন দেশ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

ফাইল ছবি

কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) উখিয়ার জামতলী ও কুতুপালং লাল পাহাড়ে আরসা-আরএসও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

নিহতরা হলেন- উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশর (৫৫) ও কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা কবির আহম্মদ (৩৫)।

ওসি জানান, উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা কবির আহম্মদ (৩৫) নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে, উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশরকে (৫৫) সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানান ওসি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়