Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৪

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

আপন দেশ

রাঙামাটিম পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। 

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। রোববার জেলা প্রশাসক মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় রাঙ্গামাটি পার্ব্যত্য জেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের জেরে গত বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। ওইদিন রাতে গোলাগুলি ও বিকেলের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া যায়। আর আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়