ছবি: সংগৃহীত
গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা। একইসঙ্গে শ্রীপুর উপজেলার নতুন বাজারে এ্যাসরোটেক্স কারখানার শ্রমিকেরাও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন।
রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
জানা যায়, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বাড়ানোর দাবি জানায়। পরে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও শিল্প পুলিশ কাজ করছে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক বলেন, দুটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হবে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।