Apan Desh | আপন দেশ

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ২২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:৫৭, ২২ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জে বাস টার্মিনাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি’র দু’পক্ষ। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। 

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর সিটি বন্ধন পরিবহন দখলে নেয় সাবেক ছাত্রদল নেতা কারাবন্দি জাকির খানের অনুসারীরা। বিকেলে স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত রানা, মমিনুর রহমান বাবুর নেতৃত্বে একদল লোক বন্ধন পরিবহনের অফিস ও কাউন্টার দখলে নিতে হামলা চালায়। এ সময় আহত হন বেশ কয়েকজন।

খবর পেয়ে জাকির খানের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আটক করা হয় ৮ জনকে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বন্ধন পরিবহন বাসের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। যৌথ বাহিনীর সহায়তায় সর্ঘষে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়