Apan Desh | আপন দেশ

অবরোধের শেষ দিনে স্বাভাবিক খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১১:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৪

অবরোধের শেষ দিনে স্বাভাবিক খাগড়াছড়ি

ছবি- আপন দেশ

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শেষ দিনের অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কেন্দ্র করে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এতে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সেখানকার জনজীবন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল খাগড়াছড়ি জেলার সীমানা পর্যন্ত যাতায়াত করতে দেখা গেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়িতে আজ হাটবার। হাটে দূর-দূরান্ত থেকে লোকজন এসেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজও সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল চলছে।

গত দুই দিনে বিচ্ছিন্ন ছোটখাটো দু একটি ঘটনা ঘটেছে। রোববার অবরোধ চলাকালে দীঘিনালার বাবুছড়া এলাকায় সীমান্ত সড়কে পাথর বহনকারী তিনটি ট্রাক খাগড়াছড়ি ফেরার পথে অবরোধকারীরা ভাঙচুর করে। জেলার মানিকছড়িতে তারা গাছ কেটে সড়ক অবরোধ করে। এছাড়া গত দুইদিনে জেলার কয়েকটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সেখানে এক হাজারের বেশি পর্যটক আটকে আছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের গাড়ি ছাড়ছে না।

আপন দেশ/মাসুম

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়