Apan Desh | আপন দেশ

সাজেকে আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সাজেকে আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

ফাইল ছবি

চার দিন ধরে সাজেকে বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছে পানির সংকট। এ ছাড়া অবরোধের কারণে খাদ্য সংকটে ভুগছেন দেড় হাজার পর্যটক। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

শিরিন আক্তার বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) দীঘিনালায় একটি সংঘর্ষে বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাঘাইড়ি উপজেলা বিদ্যুতের সমস্যায় পড়েছে। সাধারণত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সাজেকে পর্যটক বেশি যাবে না এমন ভাবনা থেকে ব্যবসায়ীরা খাবার মজুত করে নি।  তবে সবজি আছে। আপাতত এ দিয়েই কাজ চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর সেনাবাহিনী জ্বালানি খাতে সহায়তা করছে।

শিরিন আক্তার আরও বলেন, এ মুহূর্তে সেখানে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। অবরোধ শেষ না হওয়া পর্যন্ত এখানে গাড়ি ছাড়া নিরাপদ হবে না। এর মধ্যে আর্থিক অবস্থাসম্পন্ন ২০/২৫ জন পর্যটক রোববার (২২ সেপ্টেম্বর) ও সোমবার (২৩ সেপ্টেম্বর) ৫টি ব্যক্তিগত হেলিকপ্টারে সাজেক ছেড়েছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেছেন, আমরা খাদ্য ও পানির সংকট সমাধানে কাজ করছি। সেনাবাহিনীর সহযোগিতা নেয়া হচ্ছে। আশা করি শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়