ছবি: আপন দেশ
পার্বত্য জেলা রাঙামাটিতে আতঙ্ক কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে জনজীবন। সড়কে যানজট বেড়েছে। দোকানপাট ও শপিংমল খুলেছে। বাজারে মানুষের উপস্থিতিও বেড়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকেই নগরীর সবচেয়ে বড় বাজার বনরূপা মার্কেট জমজমাট। বিক্রেতারা তাদের পণ্য সারিবদ্ধ করে সাজিয়ে রেখেছেন। বাজারে রয়েছে ক্রেতাদেরও ভীড়।
বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ৭২ ঘণ্টার ধর্মঘট সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টায় শেষ হয়েছে। ফলে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি এবং রাঙামাটি-বান্দরবান সড়কে বাস চলাচল শুরু হয়েছে। এছাড়াও পাশাপাশি জেলা সদর থেকে ৬টি উপজেলায় নৌপথে লঞ্চ চলাচল শুরু করেছে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমরা একসঙ্গে কাজ করছি। রাঙামাটি এখন অনেকটাই স্বাভাবিক। আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল অব্যাহত থাকবে।
এদিকে অবরোধের জন্য সাজেকে আটকে পড়া প্রায় দেড় হাজার পর্যটক সকাল ৮টায় খাগড়াছড়ির পথে যাত্রা শুরু করেন।
আপন দেশ/অর্পিতা
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।