ফাইল ছবি
মানিকগঞ্জের শিবালয়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সমেজঘর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (২৮), আব্দুল বাতেনের স্ত্রী ফুলি বেগম (৩০) ও সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তার (২৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, আরিচা ঘাট থেকে পোশাক শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা মিনিবাসটি স্থানীয় তারাসিমা গার্মেন্টসে যাচ্ছিল। এসময় বড়বোয়ালি এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনেসহ ডান পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর খাদে পড়ে যায় ট্রাকটি।
ঘটনাস্থলেই মারা যান সাবিনা আক্তার। হাসপাতালে নেওয়ার পর মারা যান বিথী ও তুলি বেগম নামে আরও দুজন। আহতদের মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তবে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। আর হাসপাতালে আনার আগেই দুইজন গার্মেন্টসকর্মী মারা গেছেন বলে তিনি জানান।
আপন দেশ/মাসুম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।