Apan Desh | আপন দেশ

বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করল ছাত্রদল নেতার স্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করল ছাত্রদল নেতার স্ত্রী

ফাইল ছবি

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদাবাজি, অপহরণ, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মামলার বিষয়টি জানা যায়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ছাত্রদল নেতা মো. শাহীনের স্ত্রী দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

এর আগে একই অভিযোগ এনে দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় নিমতলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তিনি।
 
মামলার অভিযোগে আসমা বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পূর্ব শুক্রতার জের ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদের নির্দেশে আসামি জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদের নির্দেশে আসামী আব্দুল কায়ুম, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল হোসেন, ফরহাদ রহমান, ইউনিয়ন বিএনপির নেতা আবদুর রাজ্জাক, ছাত্রদল সভাপতি রেজাউর রহমা, সাঈদ ইসলাম, রিসাদ ইসলাম, দেবেন তিরকীকে অপহরণ করে। পরবর্তীতে শেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবিদুল ইসলামের বাসায় আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তারা।

জিম্মির বিষয়টি জানতে পেরে আমার স্বামী জেলা মো. শাহীনসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের উদ্ধার করতে যান। এসময় বিএনপির অপর পক্ষের নেতাকর্মীরা তাদের ওপর ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা মো. শাহীন, তার ছেলে আহনাফ তাসীন, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলালউদ্দিন, রাসেল আলী চৌধুরী লিমন।

আসমা উল হুসনা আরও বলেন, আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে আমার স্বামী ও ছেলে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে।
 
এ বিষয়ে প্রশাসনের ও দলের কাছে বিচারের দাবি জানিয়েছেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়