আপন দেশ
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মসজিদের সামনেই এসে শেষ করেন সমাবেশটি। বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ ইসলাম, তানভীর মাহমুদ মন্ডল, ইসমাইল রাহাত, শেখ সাজ্জাদ, মুবাশ্বির আমিনসহ অন্যান্য কয়েক’শ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা কটূক্তির তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.)-কে অপমান করা মানে মানবতার আদর্শকে অপমান করা।
শিক্ষার্থীরা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে মহানবী (সা.)সহ সকল ধর্মীয় ব্যক্তিত্বের বিরুদ্ধে কটূক্তি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন প্রণয়ন করা হোক। এছাড়াও, এ ঘটনায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের কাছে জবাব চাইতে বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে আহ্বান জানান শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন 'আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা', 'মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান', 'বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো', 'বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান', 'নারায়ে তাকবীর, আল্লাহ আকবর' ইত্যাদি।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় ইসলাম ধর্ম ও রাসূল (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন। এতে রাজ্যের এক বিজেপি নেতা প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এদিকে, ঐ কট্টর হিন্দুত্ববাদী নেতা মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলার হুমকিও দিয়েছেন, যা সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।