Apan Desh | আপন দেশ

সড়কে ডাকাতি, ৪ যাত্রী অপহরণ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সড়কে ডাকাতি, ৪ যাত্রী অপহরণ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৪ যাত্রীকে অপহরণ করা হয়েছে। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুদুম গুহা নামক স্থানে এ ঘটনা ঘটে। সড়কে তিনটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে চালকসহ ৮ জনকে অপহরণ করে ডাকাত দল। পরে স্থানীয় জনতা ও পুলিশ অভিযান চালিয়ে চালকসহ ৪ জনকে উদ্ধার করলেও, বাকি ৪ জনকে গহীন পাহাড়ে নিয়ে যায় ডাকাতরা। যাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন টেকনাফের হোয়াইক্যং দৈংগ্যাকাটার সিএনজি চালক আনোয়ারুল ইসলাম, ঝিমংখালির জাফর আলম, বাহারছড়ার মো. আব্দুল্লাহ এবং যাত্রী মো. সেলিম। তবে ডাকাত দলের কবলে থাকা বাকি ৪ যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

শামলাপুর বাজার সিএনজি সমিতির লাইন পরিচালক আব্দুর রহিম জানান, হোয়াইক্যং বাজার থেকে শামলাপুরগামী তিনটি সিএনজি অটোরিকশা কুদুম গুহা এলাকায় পৌঁছালে অস্ত্রধারী ডাকাত দল তাদের গতিরোধ করে। পরে স্থানীয় জনতা ও পুলিশ বাহারছড়া তদন্ত কেন্দ্রের সহায়তায় চারজনকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু ডাকাত দল বাকি চারজনকে গহীন পাহাড়ে নিয়ে যায়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সমিউর রহমান বলেন, ৪ জনকে উদ্ধার করা গেলেও বাকি ৪ যাত্রী এখনও ডাকাতদের কবলে রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশি অভিযান চলছে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়