Apan Desh | আপন দেশ

হঠাৎ বেড়েছে পদ্মার পানি, ডুবছে ফসলি জমি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪

হঠাৎ বেড়েছে পদ্মার পানি, ডুবছে ফসলি জমি

আপন দেশ

হঠাৎ পদ্মার পানি বাড়ায় পাবনার ঈশ্বরদীর নদী তীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পদ্মার চরাঞ্চলে ফসলের জমি তলিয়ে যাচ্ছে। এতে চরের কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলার সাঁড়া ও লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মার চরাঞ্চল তলিয়ে গেছে। বিশেষ করে সাঁড়ার মোল্লার চর, বিলবামনির ৩২৫ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এখানকার ২২৫ বিঘা জমিতে আখের জমিতে পানি উঠেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব আখ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি গার্ডারের মধ্যে এখন ১৩টি গার্ডারের নিচে পানি উঠেছে। বাকি দুই গার্ডারের নিচে যেকোনো সময় পানি উঠে যেতে পারে। নদীর পানি বেড়ে যাওয়ায় হার্ডিঞ্জব্রীজের আশপাশের চরাঞ্চল ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপ বিভাগ বলছে, ঈশ্বরদী এলাকায় গত ৭ দিনের ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে ১ দশমিক ৫০ মিটার। ১৭ সেপ্টেম্বর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১০ দশমিক ৮৮ মিটার। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২ দশমিক ৩৮ মিটার।

পদ্মার চরের কৃষক আতাহার বিশ্বাস জানান, শুনতেছি এখনো পানি বিপদসীমার নিচে, অথচ চরে আমাদের ফসলসহ জমি পানির নিচে। এভাবে পানি বাড়তে থাকলে অন্যান্য জায়গার জমিও পানিতে তলিয়ে যাবে। অভাবের মধ্যে ধারদেনা করে ফসল করেছি, সেগুলো যদি পানিতে নিয়ে যায় তবে দেনা আরো বেড়ে যাবে।

উপজেলার সাঁড়া ইউনিয়নের মোল্লার চরের ৩০ বিঘা জমিতে আখের আবাদ করেছেন সাত্তার হোসেন। তিনি বলেন, আখের জমিতে পানি উঠে গেছে। এভাবে পানি বাড়তে থাকলে দুই চার দিনেই মধ্যেই পুরোটা চর ডুবে যাবে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।

পদ্মাপাড়ের বাসিন্দা লতিফ খাঁ জানান, ৭/৮ দিন ধরে পানি বাড়ছে। শুনেছিলাম গতমাসের শেষের দিকে ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছিল। তখনও পদ্মায় এতো পানি হয়নি। এক সপ্তাহে হঠাৎ এতো পানি কীভাবে বাড়লো বুঝতে পারছি না। এবছরের মধ্যে এখনই পদ্মায় সবচেয়ে বেশি পানি। এতো পানি গতবছরও ছিল না।

হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নৌকার নাসিম মালিথা বলেন, এ কয়দিনে হুট করে পানি বেড়েছে। এতোদিন প্রায় খালি থাকা পদ্মায় এখন পানির কমতি নেই। এতে করে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় দর্শনার্থী বেড়েছে। নৌকায় ঘুরে ঘুরে ভরা পদ্মা দেখছেন তারা। কিন্তু নদীর চরের নীচু জমি সব ডুবে গেছে। নৌকায় পার হওয়ার সময় কৃষকদের হা হুতাশ করতে দেখছি কয়দিন ধরে।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রেজাউল করিম বলেন, হঠাৎ করেই পদ্মার পানি বাড়ছে। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির বিপৎসীমা ১৩.৮০ মিটার। এখানে বর্তমানে পানির উচ্চতা ১২ দশমিক ৩৮ মিটার। পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।  দুই একদিনের মধ্যে কমতে শুরু করবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়