প্রতীকী ছবি
গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আজিজুল মোল্যা (৩০), জহুরুল মোল্যা (১৭), বিনু বেগম (৫০), জুবা মোল্যা (২৪) ও রেজান মোল্যাকে (১৮) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতর স্বজনরা জানান, খাগাইল গ্রামের দুলাল মওলা রাস্তার উপর ছাগল বেঁধে রাখে। এ সময় জহুরুল মওলা মাদরাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা রশিতে বাধা পেয়ে পড়ে যায়। পরে রাস্তায় কেন ছাগল বেঁধে রেখেছে শুনতে গেলে দুলাল মওলা ও তার লোকজন জহুরুলকে মারধর করে। পরে বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের এক নারীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/কেএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।