আপন দেশ
আমাদের বিরোধিতা যারা করেন আমি তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের (জামায়াত) উজ্জ্বীবিত হয়। একথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, আমরা যেখানে পৌঁছাতে পারতাম না তারা সেখানে পৌঁছিয়ে দেয়। এখন আল্লাহর কাছে আরস করি এ নামটা (জামায়াত) যেন আল্লাহর কাছে পৌঁছে যায়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষান্মাসিক রুকন সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করবো এবং আল্লাহর পথে থাকবো। পাবনার একটি ঘরও বাকি থাকবে না যেখানে আমরা তাওহিদের দাওয়াত পৌঁছাবো না।
ডা. শফিকুর রহমান বলেন, মাত্র দুই মাসের ব্যবধানে এ বাংলাদেশ বদলে যাবে কেউ কল্পনাও করতে পারিনি। যারা বুক পেতে লড়াই করেছে তাদেরকে যেন দ্বীনের জন্য আল্লাহ বকুল করেন। তবে বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি। সাময়িক স্বস্তি এসেছে। আমরা ছোটখাটো সমস্ত বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।